ভা’রতের প্রে’মাকান্ত প্রে’মের টানে এখন তালতলীতে
প্রে’মের টানে ভা’রতের দক্ষিণের প্রদেশ তামিলনাড়ুর নাগরিক প্রে’মকান্ত প্রায় ৪ হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের উপকূলীয় জে’লা বরগুনার তালতলীতে এসেছেন। শুক্রবার দুপুরে তিনি তালতলীতে এসেছেন।গত ২৪ জুলাই তিনি বরিশালে আসেন। তিনি তার প্রে’মিকার সঙ্গে দেখা না করে দেশে ফিরবেন না বলে জানান।
বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে বরিশাল থেকে সড়কপথে তিনি বরগুনায় এসে বিভিন্ন জায়গায় তার প্রে’মিকাকে খোঁজ করেন। তাকে না পেয়ে ৫ আগস্ট দুপুরে প্রে’মিকার পরিবারের সঙ্গে কথা বলতে তালতলীতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেন তালতলী থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা কাজী সাখাওয়াত হোসেন তপু।
নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার প্রে’মাকান্ত বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে তালতলী উপজে’লার টিএন্ডটি এলাকার ও বরিশাল সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির প্রথমবর্ষে পডুয়া এক শিক্ষার্থীর সঙ্গে প্রে’মের স’ম্প’র্ক গড়ে উঠে। এভাবে ফেসবুকের মাধ্যমে টানা তিন বছর ধরে তাদের প্রে’মের স’ম্প’র্ক চলে আসছে। এক পর্যায়ে প্রে’ম শুধু মে’য়ের সঙ্গেই নয়, সুস’ম্প’র্ক গড়ে উঠে দুই পরিবারের মধ্যেই। আর তাই ভিডিও কলে নয় মনস্থির করেন ভালোবাসার মানুষটিকে সরাসরি একনজর দেখবেন তিনি। এরপরই সুদূর তামিলনাড়ু থেকে প্রথমে বাংলাদেশের বরিশাল শহরে ও পরে তালতলীতে আসেন তিনি।প্রে’মিক নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার প্রে’মাকান্ত জানান, বরিশালে আসার পর ওই শহরের বসে দেখাও মেলে তার প্রে’মিকার সঙ্গে। আর এরপরই প্রে’মকান্তের প্রে’ম নতুন এক দিকে মোড় নেয়।
তিনি আরও জানান, ২০১৯ সালে ফেসবুকে তালতলীর ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে তাদের স’ম্প’র্ক আরও গভীর থেকে গভীর হয়। একপর্যায়ে উভ’য় পরিবারের মধ্যেও সুস’ম্প’র্ক গড়ে ওঠে। ক’রো’নার বাঁ’ধা কাটিয়ে প্রে’মকান্ত গত ২৪ জুলাই বাংলাদেশ এলে বরিশালের একটি রেস্টুরেন্টে দুইজনের দেখা হয়। দেখা হওয়ার একদিন পর প্রে’মকান্ত জানতে পারেন তার অজান্তেই তালতলী উপজে’লা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চয়ন হালদার নামে এক যুবকের সঙ্গে প্রে’মের স’ম্প’র্ক আছে তার প্রে’মিকার। আর এরপরই হঠাৎ প্রে’মিকা ও তার পরিবার বন্ধ করে দেয় সকল প্রকার যোগাযোগ।
তিনি জানান, এমনকি প্রে’মিকার নতুন প্রে’মিকের হাতে মা’রধরও খেতে হয় তাকে। পরে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থা’না পু’লিশের হেফাজতেও থাকতে হয়েছে তাকে। আর এতসব কিছুর পরেও প্রে’মিক প্রে’মাকান্তের বিশ্বা’স, দেখা হলে হয়তো আবারও তার জীবনে ফিরে আসবেন তার ওই প্রে’মিকা।
বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সড়কপথে তালতলী যাওয়ার উদ্দেশ্যে বরগুনায় আসেন প্রে’মাকান্ত। শুক্রবার দুপুরে প্রে’মিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তালতলীর জে’লা পরিষদ ডাক বাংলোর হল রুমে অবস্থান করছেন তামিলনাড়ুর ওই যুবক প্রে’মাকান্ত। পরে তার প্রে’মিকার সঙ্গে কথা বলার জন্য পরিবারে যোগাযোগ করার চেষ্টা করতেছেন। ডাক-বাংলোর হল রুমে সামনে ওই যুবকের খবর পেয়ে সাধারণ মানুষ প্রে’মাকান্তকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন।
তালতলী থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মোবাইল ফোনে বলেন, ভা’রত থেকে প্রে’মাকান্ত নামের এক যুবক তালতলীতে আসছে বিষয়টি শুনেছি। এখনো আমাদের কাছে আসেনি। আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।