শাপলা কলি’ প্রতীক প্রত্যাখ্যান করেছে এনসিপি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের প্রস্তাবিত নতুন প্রতীক ‘শাপলা কলি’ প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে প্রতীকটির অনুমোদন নিশ্চিত করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৯৭২ সালের আর্টিকেল ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ইসি ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর সংশোধন অনুমোদন করেছে। সংশোধনের মাধ্যমে নতুন প্রতীক হিসেবে যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’। এতে বলা হয়, এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, স্থগিত প্রতীক ব্যতীত প্রাপ্যতা অনুসারে প্রার্থীদের তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে একটি বরাদ্দ করা হবে।
ইসির হালনাগাদ তালিকায় বর্তমানে ৯০টিরও বেশি প্রতীক রয়েছে, যার মধ্যে আনারস, ধানের শীষ, টেলিভিশন, বই, লাঙ্গল, বাঘ, হাত, মশাল, হাতি, হাঁস, কম্পিউটার, প্রজাপতি, ফুটবল, ফুলকপি ও মোরগসহ নানা প্রতীক অন্তর্ভুক্ত আছে। এবার সেই তালিকায় যুক্ত হলো নতুন প্রতীক ‘শাপলা কলি’।
নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, এনসিপি'শাপলা' প্রতীক হিসেবে প্রস্তাব করেছে। কিন্তু নির্বাচন কমিশন 'শাপলা' প্রতীকের প্রস্তাবটি উপেক্ষা করে নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’কে অনুমোদন দেয়। তবে এনসিপি ‘শাপলা কলি’ প্রতীকে প্রত্যাখ্যান করেছে। ফলে দলটি আসন্ন নির্বাচনে প্রতীক হিসেবে কী পাবে তা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।
ইসির কর্মকর্তারা জানান, নির্বাচন পরিচালনা বিধিমালার এ সংশোধন অবিলম্বে কার্যকর হবে এবং ভবিষ্যৎ নির্বাচনে প্রার্থীদের জন্য প্রতীক নির্বাচনের সুযোগ আরও বিস্তৃত হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।