চার ক্যাম্পাসে শিবিরের বিজয়ে যা বললেন নুরুল হক নুর
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের ভূমিধস জয়কে ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘পলিটিকস ল্যাব : পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর, এই চারটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের একচেটিয়া বিজয় আশ্চর্যজনক। তার মতে, স্বতন্ত্র হিসেবে নির্বাচনে জয়ী প্রার্থীরাও আসলে শিবিরের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।
নুর বলেন, “শিবির তো নিষিদ্ধ ছিল, তারা প্রকাশ্যে পরিচয়ও দিত না। তবুও সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয়জয়কার, এটা আমার কাছে রহস্যজনক।” তিনি প্রশ্ন তোলেন, উচ্চশিক্ষিত তরুণরা কেন এমন একটি সংগঠনকে ভোট দিল। নিজের বিশ্লেষণ তুলে ধরে নুর বলেন, শিবিরের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের ‘ওয়েলফেয়ার বেইজড পলিটিকস’ বা কল্যাণভিত্তিক রাজনৈতিক কৌশল। সংগঠনটি শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা দেয়, এমনকি কিছু হাসপাতালে সদস্যদের পরিবারকে কম খরচে চিকিৎসা পাওয়ার ব্যবস্থাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ডাকসুর সাবেক ভিপি নুর আরও বলেন, “আমরা যে তরুণ প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখি, পরিবর্তনের আশা করি, তারা যদি অল্প সুবিধার বিনিময়ে ভোট দেয়, তবে এটি জনসচেতনতার অভাবেরই প্রতিফলন।” তার মতে, যেমন গ্রামে ৫০০ থেকে ১০০০ টাকায় ভোট কেনাবেচা হয়, তেমনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও সচেতনতার ঘাটতি দেখা যাচ্ছে, যার ফলে নেতৃত্বে অযোগ্যরা উঠে আসছে।
সংলাপে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বক্তব্য দেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।