বাংলাদেশের অধিকাংশ মানুষ মদিনার ইসলামের অনুসারী, মওদুদীর নয়: সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশের অধিকাংশ মানুষ মদিনার ইসলামের অনুসারী, মওদুদীর নয়: সালাহউদ্দিন আহমেদ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক ইসলামী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মদিনার ইসলামের অনুসারী, মওদুদীর নয়। শনিবার (১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ৯০ থেকে ৯২ ভাগ মানুষ রাসুল (সা.) প্রবর্তিত ইসলামের অনুসারী। যারা ফিরকা ও ফেতনা সৃষ্টি করে মুসলমানদের বিভ্রান্ত করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা আমির মুফতি মনির হোসাইন কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমানসহ বিএনপি, হেফাজত ও জমিয়তে ওলামা ইসলামের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, দেশের রাজনীতিতে ইসলামকে ব্যবহার করে বিভক্তি তৈরির প্রবণতা বেড়েছে, বিশেষত নির্বাচনের সময়ে। তিনি বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনী স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করতে এবং ইসলামের ক্ষতি করতে চাইছে। এজন্য ‘আজমতে সাহাবা’ ধরনের সম্মেলন বেশি আয়োজনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে যারা মুসলমান, তারা মদিনার ইসলামের চর্চা করে। রাসুল (সা.) ও সাহাবায়ে কেরাম যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সেটিই এদেশের মুসলমানদের আদর্শ। “আমরা কেউ মওদুদীর ইসলামের অনুসারী নই,” মন্তব্য করে তিনি মুসলমানদের সহি দ্বীনি জ্ঞান অর্জন ও চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।

ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, “আমাদের কাছে আগে দ্বীন, পরে দুনিয়া। রাজনীতির নামে ইসলামের ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি দাবি করেন, অতীতের আওয়ামী লীগ সরকার ছিল ইসলাম ও মুসলিম বিদ্বেষী। তাদের শাসনকালকে ফ্যাসিবাদী ও অপরাজনৈতিক সংস্কৃতির প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আল্লাহর হুকুমে সেই সরকার কীভাবে বিদায় নিয়েছে, তা জাতি প্রত্যক্ষ করেছে।”

বিএনপির এই নেতা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আদর্শিক ও নৈতিক রাজনীতি চর্চার আহ্বান জানান। তিনি বলেন, “ভালো আদর্শ ও সহনশীল রাজনৈতিক চর্চার মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদ ও অপরাজনীতি বিলুপ্ত হবে।” বক্তব্য শেষে সালাহউদ্দিন আহমেদ অন্যদের সঙ্গে আসরের নামাজ আদায় করেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ