জান্নাতের টিকিট বিক্রি করবেন না,জান্নাত এত সস্তা নয় বলছেন মাসুদুজ্জামান মাসুদ

জান্নাতের টিকিট বিক্রি করবেন না,জান্নাত এত সস্তা নয় বলছেন মাসুদুজ্জামান মাসুদ
ছবির ক্যাপশান, জান্নাতের টিকিট বিক্রি করবেন না,জান্নাত এত সস্তা নয় বলছেন মাসুদুজ্জামান মাসুদ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন,‘জান্নাতের টিকিট বিক্রি করবেন না,জান্নাত এত সস্তা নয়।’শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাশেমী পরিষদ আয়োজিত ‘আজমাতে সাহাবা’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ ইসলামপন্থি একটি দলের প্রতি ইঙ্গিত করে বলেন,ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি আহ্বান জানান,ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে জনগণের কল্যাণে কাজ করার।

তিনি আরও বলেন,আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মাসুদ বলেন,“যে কোনো মূল্যে আমরা নির্বাচনের পথে আছি এবং থাকব,এর কোনো বিকল্প নেই।”

তিনি বিশ্বাস প্রকাশ করেন,দেশের মানুষ ন্যায়,উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ। পাশাপাশি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ