ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের দোলন মনোনয়ন পেতে পারে, এমন খবরে ক্ষুব্ধ বিএনপি নেতা কর্মীরা
- Author, নিজস্ব প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে সংসদ নির্বাচনের জন্য বিএনপির দলীয় সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ফরিদপুর-১ আসনটি ফাঁকা রাখা হয়। গুঞ্জন উঠেছে—এই আসনটি বিএনপির শরিক দলের কাউকে ছেড়ে দেওয়া হতে পারে। এ খবরে এই আসনের বিএনপি নেতা–কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম থাকলেও ধারণা করা হচ্ছে, সাংবাদিক আরিফুর ইসলাম দোলন কোনো একটি দলে যোগদান করে এই আসন থেকে নির্বাচন করতে ব্যাপক তদবির ও দৌড়ঝাঁপ করছেন। দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা–কর্মীরা কোনভাবেই এই সংবাদ মেনে নিতে পারছেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দোলনের নামে বিভিন্ন ব্যক্তি একাধিক পোস্ট করতে দেখা যাচ্ছে। দোলন মূলত আওয়ামী পরিবারের একজন সদস্য। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সঙ্গে দোলনের ছবি ফেসবুকে সয়লাব। শেখ হাসিনার সাবেক বিয়াই খন্দকার মোশারফ হোসেনের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার সূত্রে কোটি কোটি টাকা কামিয়েছেন আরিফুর রহমান দোলন—এমন অভিযোগও রয়েছে। এ নিয়ে মানি লন্ডারিংসহ একাধিক মামলা রয়েছে তার নামে।
আওয়ামী পরিবারের লোক দোলন পূর্বের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত নির্বাচনে বিএনপি যেখানে ভোট বর্জন করেছিল, সেই শেখ হাসিনার ‘পাতানো’ নির্বাচন হিসেবে পরিচিত নির্বাচনে দোলন স্বতন্ত্র প্রার্থী হয়ে ফরিদপুর-১ আসনে অংশ নেন। দোলনের দলবদলের এই খবরে আওয়ামী লীগের অনেক নেতা–কর্মীই তাকে ‘বেইমান’ বলে আখ্যা দিচ্ছেন। তাদের ধারণা—দোলন নির্বাচিত হলে আওয়ামী লীগের ‘বি-টিম’ সবচেয়ে বেশি লাভবান হবে।
ফরিদপুর-১ আসনে বিএনপি–জোট থেকে দোলনকে মনোনয়ন দেওয়া হলে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় দীর্ঘদিন তিল তিল করে গড়ে ওঠা বিএনপির শক্তিশালী অবস্থান ভেঙে পড়বে। এতে জামায়াত ইসলাম বা অন্য দলগুলো আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। আগামীতে এই আসনটি বিএনপির পক্ষে নেওয়া কঠিন হয়ে যাবে বলেও অনেকে মনে করছেন।
বিএনপি নেতা–কর্মী ও সাধারণ ভোটারদের দাবি—খন্দকার নাসিরুল ইসলাম নাসির দীর্ঘদিন ধরে এই আসনে দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন। দুর্দিনে তিনিই দলের হাল ধরে রেখেছেন। তাই তাকেই দলীয় মনোনয়ন দিলে এই আসনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন অনেকেই।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।