একটি বই, যা বদলে দিয়েছে জাতির ভাগ্য! বিশ্বরাজনীতির মোড় ঘোরানো বই
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইতিহাসে কিছু লেখা আছে, যা সাধারণ বইয়ের সীমার বাইরে গিয়ে এক জাতির মানসিকতা ও সামাজিক চেতনা পরিবর্তন করে। এমনই একটি লেখা হলো- কার্ল মার্ক্স ও ফ্রিডরিখ এঙ্গেলসের 'দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো', যা ১৮৪৮ সালে প্রকাশিত হয়। শুধু শ্রমজীবী ও শ্রমিক শ্রেণির অধিকার নিয়ে লেখা এই বইটি পরবর্তীতে সমগ্র বিশ্বের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে গভীর প্রভাব ফেলেছে।
তৎকালীন ইউরোপে শিল্প বিপ্লবের কারণে শ্রমিক ও কৃষকের জীবন দিনদিন কঠিন হয়ে উঠছিল। ধনী ও ক্ষমতাসম্পন্ন শ্রেণীর সঙ্গে বৈষম্য তীব্র, আর শ্রমিকদের অধিকার সীমিত। ঠিক এই পরিস্থিতিতেই মার্ক্স ও এঙ্গেলস একত্রিত হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক ম্যানিফেস্টো রচনা করেন, যা সাধারণ মানুষের কাছে সরল, স্পষ্ট এবং আন্দোলনের আহ্বান হিসেবে গৃহীত হয়। বইটিতে বলা হয়, সমাজ মূলত দুই শ্রেণিতে বিভক্ত—ধনী ও শ্রমজীবী।
ইতিহাসের প্রতিটি ধাপে এই দুই শ্রেণীর বৈপরীত্য সমাজে পরিবর্তনের সূত্রপাত ঘটায়, আর শ্রমিকরা একত্রিত হলে তারা শোষণ ও বৈষম্য প্রতিহত করতে সক্ষম।
প্রকাশের পরই এই বই বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক আন্দোলন ও বিপ্লবের প্রভাব বিস্তার করতে থাকে। বিশেষ করে রাশিয়ায় ১৯১৭ সালের বলশেভিক বিপ্লবের নেতৃত্ব লেনিন এই বই থেকে প্রভাবিত হন। চীনের বিপ্লবী নেতা মাও সে তুংও 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' থেকে ধারণা নিয়ে সমাজব্যবস্থা ও রাষ্ট্রনীতির রূপরেখা তৈরি করেন। এমনকি পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে শ্রমিক আন্দোলন, শিক্ষা নীতি ও রাজনৈতিক সংস্কারের মধ্যে বইটির ভাবনা লক্ষ্য করা যায়। তবে বইটির প্রভাব শুধুই ইতিবাচক নয়। সমালোচকরা দেখেছেন, বাস্তবায়নে অর্থনৈতিক ভারসাম্যহীনতা, রাজনৈতিক একচ্ছত্রতা এবং মানবাধিকারের চ্যালেঞ্জের সৃষ্টি হতে পারে। তবু, একটি সত্য অস্বীকার করা যায় না- একটি বই কখনো কখনো শক্তিশালী আন্দোলনের জন্ম দিতে পারে।
এ বই কেবল রাজনৈতিক প্রভাবই ফেলে না। এটি সামাজিক চেতনা, শ্রেণী সচেতনতা, শ্রমিক অধিকার এবং শিক্ষার নীতি পর্যন্ত প্রভাবিত করে। রুশ বিপ্লবের পরে, চীনের সমাজ ব্যবস্থায় পরিবর্তন, পূর্ব ইউরোপের শ্রমিক আন্দোলন, সবকিছুই একেরপর এক বইটির প্রভাব স্পষ্ট করে। এমনকি আজও সামাজিক ন্যায়, অর্থনীতি ও শ্রমিক অধিকার নিয়ে আলোচনায় এর প্রভাব লক্ষ্য করা যায়।
ইতিহাস প্রমাণ করেছে, কখনো কখনো একটি বইই ক্ষমতার চেয়েও বড় হাতিয়ার হয়ে দাঁড়ায়। 'দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো' সেই বই, যা কেবল এক জাতির চেতনা পরিবর্তন করেনি, সমগ্র বিশ্ব রাজনীতির ধারা ঘুরিয়ে দিয়েছে। যেমন মানুষ প্রেরণার জন্য বইয়ের দিকে তাকায়, ঠিক তেমনই এই বই প্রমাণ করে - শব্দ, কাগজ ও ছাপাও কখনো কখনো বিপ্লবের শক্তিশালী হাতিয়ার হতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।