কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে পুরস্কার পেলেন ইবি শিক্ষার্থী শান্ত শিশির
- Author, ইবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
জুলাই শহীদদের স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী মো. শান্ত শিশির।
সোমবার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতরের শামস হলে প্রোগ্রাম বিভাগের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ট্যালেন্ট সার্চের পুরস্কার বিতরণ অনুষ্ঠান তাকে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের মধ্যে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটস এর অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা জনাব মো. এহসানুল হক, বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার -এবিএম আব্দুস সাত্তার-সহ কেন্দ্রীয় সদস্যবৃন্দ।
এ বিষয়ে শান্ত শিশির বলেন, ‘সম্মান সাধনাকে দৃঢ় করে। কবিতা হলো মন, মনন, অনুভূতি ও আত্মার সাধনার এক নীরব স্বীকৃতি। শব্দকে প্রাণ দেওয়ার এই যাত্রায় পরিবার,বন্ধু,শুভাকাঙ্ক্ষীদের সমর্থন আমাকে অনুপ্রাণিত করে। বিশেষত আজকে আমার জন্মদিনে এটি আমার জন্য এক বিশেষ উপহার। বরাবরের মতোই যখনই কোনো প্রোগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম সকলের সামনে উচ্চারিত হয়, সেই অনুভূতিটাই আমার সর্বোচ্চ প্রাপ্তি বলে মনে করি। আর সবসময় সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।’
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।