শিক্ষার্থী ও পাসের হার পূরণ না হলে এমপিও বন্ধের নির্দেশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বেসরকারি স্কুল ও কলেজে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী এবং ন্যূনতম পাসের হার নিশ্চিত না হলে শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতন-ভাতা (এমপিও) পাওয়া যাবে না-এমন শর্ত রেখে নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
নীতিমালায় বলা হয়েছে, এমপিওর সরকারি অংশ পেতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানকে পাবলিক পরীক্ষায় নির্ধারিত সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করাতে হবে এবং নির্দিষ্ট পাসের হার অর্জন করতে হবে। এই শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা বেতন-ভাতা থেকে বঞ্চিত হবেন।
শিক্ষার্থী সংখ্যার ক্ষেত্রে নিম্ন মাধ্যমিকে শহর এলাকায় কমপক্ষে ১২০ জন ও মফস্বলে ৯০ জন শিক্ষার্থী থাকতে হবে। মাধ্যমিক স্তরে শহরে ২০০ এবং মফস্বলে ১৫০ জন, আর উচ্চ মাধ্যমিক পর্যায়ে শহরে ২৫০ থেকে ৩৯০ ও মফস্বলে ন্যূনতম ১৯০ জন শিক্ষার্থী থাকার বিধান রাখা হয়েছে। কলেজ পর্যায়ের বিভিন্ন শ্রেণি ও বিভাগেও শহর-মফস্বলভেদে আলাদা শিক্ষার্থী কোটা নির্ধারণ করা হয়েছে।
নীতিমালায় আরও বলা হয়, এমপিওভুক্ত সহকারী শিক্ষকরা নিয়োগকালীন যোগ্যতা বজায় রেখে ১০ম গ্রেডে টানা ১০ বছর সন্তোষজনক চাকরি সম্পন্ন করলে ‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতি পাবেন। তবে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের শিক্ষকেরা উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা পেলেও পদোন্নতির সুযোগ পাবেন না।
সহকারী শিক্ষকরা ১০ বছরের অভিজ্ঞতা শেষে গ্রেড-৯ অনুযায়ী বেতন-স্কেলে বেতন পাবেন বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।