চবি সাংবাদিক সমিতির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে চাকসু ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর বেলা ১২টায় মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি বলেন, চবিসাসের সমৃদ্ধ ইতিহাস আছে এবং এ সংগঠন বিশ্ববিদ্যালয় তথা দেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমেই সাংবাদিকরা সমাজের কল্যাণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। তারা বলেন, সাংবাদিকদের দায়িত্বশীলতা ও সঠিক তথ্য অনুসন্ধান জাতির প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র আরও এগিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে “গণমুখী সাংবাদিকতার প্রত্যাশা: রাষ্ট্র, সমাজ ও সাংবাদিকের দায়-দায়িত্ব” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, হল প্রভোস্টবৃন্দ, সহকারী প্রক্টর, সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চবি সাংবাদিক সমিতির সভাপতি জানে আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ছাত্র সংগঠনের নেতারা, চবিসাসের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ, কর্মরত সাংবাদিক, চাকসু ও হল সংসদের প্রতিনিধিরা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
চবিসাসের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাসহ আমন্ত্রিত অতিথিরা সংগঠনের কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। দিনব্যাপী আয়োজন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন কর্মসূচি সম্পন্ন হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।