১৪৫ দিনেও বিচার অধরা: সাজিদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে ইবিতে মানববন্ধন
- Author, ইবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার ১৪৫ দিনেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থীদের মানববন্ধনের প্রতি একাত্মতা জানিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠন ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আন্দোলনকারীরা আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সাজিদের খুনিদের গ্রেফতার করা না হলে উপাচার্যের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, “আজকে ৪ মাস ২৫ দিন বিচার হবে কবে?; ১৪৫ তম দিনেও কি প্রশাসনের টনক নড়ে না; সাজিদের পরিবারের ক্ষতিপূরণ কই?; তদন্ত ঠিক কতদূর?; স্যার প্লিজ সন্তান ডাকিয়েন না; ভাইয়ের লাশ কবরে খুনি কেন বাহিরে; শিক্ষার্থীরা আপদ খুনিরা নিরাপদ” ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, প্রশাসন সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার নিশ্চিত না করে এটাকে ধামাচাপা দিতে বিভিন্ন ইস্যু তৈরি করেছে। আমরা দ্রুত সাজিদ হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাই।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, সাজিদ আব্দুল্লাহ মৃত্যুর ১৪৫ দিন পার হলেও এখনো দৃশ্যমান কোন অগ্রগতি দেখতে পাইনি। আমাদের কাছে মনে হচ্ছে হত্যাকারীকে আড়াল করার জন্য প্রশাসন এটা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে নয়তো বর্তমান প্রশাসন একটি ব্যর্থ প্রশাসন। প্রশাসন যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে তারা এর দায়ভার স্বীকার করুক। আর যদি তারা ইচ্ছাকৃতভাবে করে তাহলে আমরা সাজিদ আব্দুল্লাহসহ যেকোনো আন্দোলনে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নামবো।
এসময় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমরা ন্যায়বিচার চাই। সাজিদ হত্যার সুষ্ঠু বিচার চাই। সেই সাথে প্রশাসনকে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাজিদের মতো আমরাও হত্যাকান্ডের শিকার হতে পারি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্যে করে তারা বলেন, ‘আপনারা সিদ্ধান্ত নিন, সিআইডির সাথে কথা বলুন এবং কতদিনে মধ্যে সাজিদের খুনিদের গ্রেপ্তার করাবেন তার প্রস্তুতি নিন, অথবা আপনারা ক্যাম্পাসের বাহিরে অবস্থান করুন। আপনারা বাংলোতে আরামে থাকবেন, পতাকাবাহী গাড়ি নিয়ে ঘুরে বেড়াবেন এটা আমরা দেখতে চাই না। সাজিদের খুনিদের কতদিনের মধ্যে গ্রেফতার করবেন সেই প্রস্তুতি নেন, না হলে খারাপ পরিণতির জন্য প্রস্তুত থাকুন।
প্রসঙ্গত, সাজিদ আব্দুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ১৭ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ভিসেরা রিপোর্ট অনুযায়ী ওই শিক্ষার্থীর শ্বাসরোধে হত্যা হয়েছে বলে জানা যায়। পরে তার বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং মামলাটির তদন্তভার সিআইডি'র নিকট হস্তান্তর করা হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।