ফিলিস্তিন প্রতিবাদে বিক্ষোভের নামে সিলেটে হামলা-ভাঙচুর: জামায়াতের তীব্র প্রতিবাদ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিলের আড়ালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সিলেট মহানগর জামায়াত। গতকাল সোমবার রাতে দলটির পক্ষ থেকে এক বিবৃতি জারি করে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারদের পুনরায় শুরু হওয়া নৃশংস গণহত্যার প্রতিবাদে সিলেট নগরীতে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত এই বিক্ষোভকে ব্যবহার করে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইসলাম শান্তির ধর্ম এবং কারও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুরকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। ভাঙচুরকৃত প্রতিষ্ঠানগুলোতে সিসি ক্যামেরা রয়েছে এবং এই সিসি ক্যামেরার ভিডিও ও ছবি দেখে জড়িতদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি।
সিলেট মহানগর জামায়াতের নেতৃবৃন্দ বলেন, একটি গোষ্ঠী ধর্মপ্রাণ মানুষের আবেগকে পুঁজি করে মব সৃষ্টির মাধ্যমে ধর্মীয় সংগঠন, রাজনৈতিক দল এবং সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে দমন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।
এরই মধ্যে সিলেটের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনার প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের গ্রেপ্তারের কাজ শুরু করেছে। তবে জামায়াতের নেতৃবৃন্দ বলছেন, এই ঘটনাগুলো দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এবং তা অপরিহার্যভাবে এড়াতে হবে।
সিলেট মহানগর জামায়াত ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। একইসাথে হামলা-ভাঙচুরের মাধ্যমে এই আন্দোলনকে বিকৃত করার চেষ্টাকে তারা ‘জাতীয় ঐক্যের প্রতি আঘাত’ বলে উল্লেখ করেছেন।