স্ত্রীসহ সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব এবং দুটি বিও হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক রাসেল রনি আদালতে আবেদন দাখিল করে অভিযুক্তদের ব্যাংক ও বিও হিসাব অবরুদ্ধ করার অনুরোধ জানান।
আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এই পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার ও সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে সরকারি চাকরিতে থেকে ঘুষ গ্রহণ, দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে সম্পদ অর্জন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ সঞ্চয়ের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অবৈধভাবে অর্জিত এসব সম্পদের উৎস গোপন করতেই তারা বিভিন্ন আর্থিক লেনদেন করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতাভুক্ত অপরাধ।
দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত বিপ্লব কুমার সরকার ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ব্যাংক ও বিও হিসাব থেকে অর্থ স্থানান্তর, হস্তান্তর কিংবা বেহাত করার চেষ্টা চলছে। এসব সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়া হলে পরবর্তীতে অর্থ উদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে তদন্তের স্বার্থে হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন অবিলম্বে বন্ধ করা জরুরি।
এদিকে জানা গেছে, এর আগে গত ৯ ডিসেম্বর একই আদালত বিপ্লব কুমার সরকার, তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার এবং শ্যালিকা শাহানারা বেগমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।