৫০ হাজার সিম ও ভিওআইপি সামগ্রী উদ্ধার, পাঁচ চীনা নাগরিকসহ ৮ জন গ্রেফতার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিশেষ অভিযানে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে। এদের মধ্যে পাঁচজন চীনা নাগরিক রয়েছেন।
ডিবির তথ্যমতে, বিভিন্ন অপারেটরের ৫০ হাজারের অধিক সিমকার্ড, বিপুল পরিমাণ মোবাইল ফোন এবং ভিওআইপি গেটওয়ে-সংক্রান্ত বিভিন্ন আধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব ডিভাইস ব্যবহার করে দেশি-বিদেশি নম্বরের মাধ্যমে অনলাইন প্রতারণা পরিচালনা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ডিবি পুলিশ জানান, চক্রটি টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন অনলাইন মাধ্যমে লেনদেন করা হতো।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।