রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনঃ শতাধিক ঝুপড়িঘর পুড়ে গেছে

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনঃ শতাধিক ঝুপড়িঘর পুড়ে গেছে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কক্সবাজারে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে তিন শতাধিক রোহিঙ্গাদের ঝুপড়ি ঘর পুড়ে গেছে। প্রায় এক হাজার রোহিঙ্গা এখন গৃহহীন খোলা আকাশের নিচে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ৩ টায় (সোমবার দিবাগত রাত) ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজি’র একটি শিখন কেন্দ্রে প্রথম আগুন লাগে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায় শিখন কেন্দ্র থেকে আগুন খুবই দ্রুত পাশে থাকা শেড ও ঝুপড়ি ঘরগুলোতে ছড়িয়ে পড়েছে। তবে এই আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, মধ্যরাতে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তারা বলতে পারেন না। ঝুপড়িতে আগুনের সুত্রপাত হতেই তারা প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী নিরাপদ এলাকায় সরে যান। ভোরের দিকে প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের খবর পেয়ে উখিয়া ও টেকনাফ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে তারা আসার আগেই ক্যাম্পের একাধিক ব্লকের শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে যায়।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডের সঠিক সূত্রপাত এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

এর আগে গতবছর ২৫ ডিসেম্বর দিবাগত রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০টির বেশি ঘর পুড়ে যায়। পরদিন সকালে, ২৬ ডিসেম্বর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল অগ্নিকাণ্ডে পুড়ে যায়।

সম্পর্কিত নিউজ