নির্দোষ ঘোষণার পরও কারাগারে বন্দি, বাবার মুক্তির দাবিতে ছেলের আকুল আবেদন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াই শেষে আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও এখনো কারাগারে বন্দি রয়েছেন এক ব্যক্তি। ভুক্তভোগীর নাম মোঃ আব্দুর রাজ্জাক। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার গ্রাম-মোলানীর বাসিন্দা।
ভুক্তভোগীর ছেলে মোঃ মারুফ হাসান জানান, তার বাবাকে ২৩ আগস্ট ২০০৬ সালে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আদালত তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেন।
তবে আদালতের রায় ঘোষণার পরও আজ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়নি। বর্তমানে তিনি দিনাজপুর কেন্দ্রীয় কারাগার-এ বন্দি রয়েছেন।
মারুফ হাসান বলেন, “বিগত প্রায় ১৯ বছরে একবারের জন্যও আমি আমার বাবাকে ছুঁয়ে দেখতে পারিনি। একজন নিরপরাধ মানুষ কীভাবে এতদিন কারাগারে বন্দি থাকতে পারেন, সেটাই আমার প্রশ্ন।”
তিনি আরও বলেন, আদালতের রায়ের পরও বাবার মুক্তি না হওয়া বাংলাদেশের আইন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তার বাবার মুক্তির দাবি জানান।
ভুক্তভোগীর পারিবারিক পরিচয় অনুযায়ী, মোঃ আব্দুর রাজ্জাকের পিতা মৃত মজিবার রহমান। তার স্থায়ী ঠিকানা গ্রাম-মোলানী, পোস্ট অফিস ভেলাজান, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।
ভুক্তভোগীর ছেলে মোঃ মারুফ হাসান ন্যায়বিচারের দাবিতে বলেন,
“ন্যায়বিচার যেন কাগজে নয়, বাস্তবেও কার্যকর হয়-এই আবেদন জানাই।”
যোগাযোগ: ০১৭৭৩৩৯৩৫৪৩
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।