চবি ডি -১ উপ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭২ দশমিক ৩৪ শতাংশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ডি–১ উপ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন মোট পরীক্ষার্থীদের ৭২ দশমিক ৩৪ শতাংশ।
গত বছরের মতো এবারও ডি–১ উপ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আয়োজন করা হয়। এই উপ ইউনিটটি শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ নিয়ে গঠিত।
ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, এ বছর ‘ডি–১’ উপ ইউনিটে মোট ৪০টি সাধারণ আসনের বিপরীতে আবেদন জমা পড়ে এক হাজার ৪২১টি। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন এক হাজার ২৮ জন শিক্ষার্থী। ফলে পরীক্ষার্থীদের উপস্থিতির হার দাঁড়ায় ৭২ দশমিক ৩৪ শতাংশ।
এ উপ ইউনিটে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। প্রশ্ন কাঠামো অনুযায়ী বাংলা অথবা ঐচ্ছিক ইংরেজি থেকে ৩০ নম্বর, ইংরেজি থেকে ৩০ নম্বর, সাধারণ জ্ঞান থেকে ২৫ নম্বর এবং গেমস ও স্পোর্টসের নীতিমালা থেকে ১৫ নম্বর নির্ধারণ করা হয়।
এ ছাড়া বিকেএসপি ও পেশাদার খেলোয়াড়দের জন্য ব্যবহারিক অংশে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে ফিল্ড টেস্টে ১২ নম্বর এবং খেলাধুলা সংক্রান্ত সনদের জন্য ন্যূনতম ২ নম্বর নির্ধারিত রয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী সময়ে ৩০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।
প্রসঙ্গত, গত বছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিট এবং তিনটি উপ–ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপ–ইউনিটগুলো হলো বি–১, বি–২ ও ডি–১। সব ইউনিট ও উপ–ইউনিট মিলিয়ে চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মোট ২ লাখ ৩৩ হাজার ৩২৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।