জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গার্মেন্টটেকবিডির সমঝোতা স্মারক স্বাক্ষর
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ (গার্মেন্টটেকবিডি)-এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেকোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং গার্মেন্টটেকবিডির পক্ষে প্রতিষ্ঠানটির স্ট্রাটেজিক পার্টনার ড. হেনরি সো চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এবং গার্মেন্টটেকবিডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি বিডি কেস কম্পিটিশনে অংশগ্রহণ, বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও বুটক্যাম্প আয়োজন করা হবে। এছাড়া যৌথ উদ্যোগে স্নাতক, স্নাতকোত্তরসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য দক্ষতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।