জাবির আবাসিক হল থেকে বিদেশি মদসহ আটক শিক্ষার্থী বহিষ্কার, মামলা দায়েরের নির্দেশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে বিদেশি মদ উদ্ধারের ঘটনায় এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এক অফিস আদেশে বলা হয়, গত ৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে হল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষের বারান্দা ও খাটের নিচ থেকে প্রায় ২০ বোতল বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির তদন্ত প্রতিবেদন ও কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ এর ৪(১)(ঘ) ধারা অনুযায়ী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো।
এছাড়াও উক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থী মো. ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী । তিনি কাজী কাজী নজরুল হলে অবৈধ শিক্ষার্থী হিসেবে বসবাস
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।