শিবির সমর্থিত নারী প্রার্থীকে হেনস্থার অভিযোগ ছাত্রদলের পোলিং এজেন্টের বিরুদ্ধে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের এক নারী প্রার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে ছাত্রদলের পোলিং এজেন্টদের বিরুদ্ধে।
আজ (৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন শিবির সমর্থিত হল সংসদের সংস্কৃতি সম্পাদক প্রার্থী ফাতেমা তুজ জোহরা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজ আমি যখন আমার বিভাগে ভোট দিতে যাই, তখন সেখানে গিয়ে দেখি ছাত্রদলের পোলিং এজেন্ট ফরহাদ এবং স্বতন্ত্র হিসেবে নিয়োগপ্রাপ্ত ছাত্রদল নেতা রায়হান ভোটারদের নিজ নিজ মতাদর্শের প্যানেলের স্লিপ দিচ্ছেন এবং ছাত্রদল সমর্থিত প্যানেলে ভোট দেওয়ার জন্য বলছেন। বিষয়টি আমরা শিক্ষকদের জানালে ছাত্রদল সমর্থিত পোলিং এজেন্টরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ছাত্রদল নেতা রায়হান আমাকে মারতে এগিয়ে আসে এবং বারবার বলে‘তুমি কে?’
তিনি আরও বলেন, "আমরা সেখানে উপস্থিত থাকায় তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি। এজন্যই আমাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে।ছাত্রদলের এ ধরনের উগ্র ও সহিংস আচরণের তীব্র নিন্দা জানাই। তাদের কর্মকাণ্ডে আমরা শঙ্কিত। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।”
এ সময় শিবির সমর্থিত ‘জবিয়ান ঐক্য’ প্যানেলের কেন্দ্রীয় সংসদের এজিএস পদপ্রার্থী মাসুদ রানা ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৬৪৯ জন ভোটার ভোট ছিলো। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজ ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।