ঢাবির অধ্যাপক ড. মো. আতাউর রহমানের মৃত্যুতে ইবির ইসলামের ইতিহাস বিভাগের শোক
- Author, ইবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথিতযশা অধ্যাপক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি ড. মো. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেন। তিনি ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন।
তার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বিভাগ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি দীর্ঘ ও বর্ণাঢ্য একাডেমিক জীবনে ড. মো. আতাউর রহমান বিশ্বাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যে গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সেবা প্রদান করেছেন, তা বিভাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
বিভাগীয় শোকবার্তায় আরও বলা হয়, তার জ্ঞান, প্রজ্ঞা ও শিক্ষার্থীবান্ধব মনোভাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
জানা যায়, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত কর্মশালায় যোগ দিতে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে অবস্থান করছিলেন।সেখানে অবস্থানকালে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।