জবি 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা, সার্বিক সহযোগিতায় ছাত্রদলের হেল্প ডেস্ক

জবি 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা, সার্বিক সহযোগিতায় ছাত্রদলের হেল্প ডেস্ক
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সুবিধা নিশ্চিতে হেল্প ডেস্ক দিয়েছে জবি শাখা ছাত্রদল।

আজ শুক্রবার (৯জানুয়ারি) জবি 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নির্দেশে এ ডেস্ক বসানো হয়।

জানা যায়, অভিভাবকদের বসার জন্য চেয়ার এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ ইত্যাদি জমা রাখা এবং পানি বিতরণসহ সার্বিক সহযোগিতাই কাজ করছে এ হেল্পডেস্কটি।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদ চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ছাত্রদল আজ আরও সুসংগঠিত ও শিক্ষার্থী-সহায়ক। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভর্তি পরীক্ষায় হেলথ ডেস্ক স্থাপন, পরীক্ষার হলে বহন অনুপযোগী সামগ্রী সংরক্ষণ(মোবাইল ফোন, ব্যাগ, স্মার্ট ওয়াচ), বিশুদ্ধ পানি সরবরাহ এবং বিলম্বিত পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার মতো মানবিক কার্যক্রম পরিচালনা করছে। আগামীতেও শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবে ছাত্রদল।

আরেক যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন অপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার মাধ্যমে তাদের উন্নত শিক্ষাজীবনের অগ্রযাত্রায় সহায়তা করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, জবি 'ডি' ইউনিটের পরীক্ষা আজ শুক্রবার  সকাল ১১ টায় শুরু হয়ে ১২ টায় শেষ হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ