বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের বিজয়ীরা
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছে জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা। শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে জিয়া উদ্যানে কবর জিয়ারত করেন তারা।
এ সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব, নবনির্বাচিত পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক রিয়াসাল রাকিব, পরিববন সম্পাদক মাহিদ হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাকরিম আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক রিয়াসাল রাকিব বলেন, বেগম খালেদা জিয়া সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। উনার যে আদর্শ, নৈতিকতা এবং আপোষহীনতা তা আমাদেরকে মুগ্ধ করে। আমরা যেন উনার সততাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারি, সেটি কামনা করছি আমরা ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। আল্লাহ তায়ালা উনার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন।
প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সবচেয়ে বড় অবদান বেগম খালেদা জিয়ার। ৩০ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। জকসু নির্বাচন থাকায় আমরা আসতে পরিনি। আমরা তার অবদানের কথা আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।