ইউটিএল-এর ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস গত ৭ জানুয়ারি ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালের কারণে ইউটিএল-এর সাংগঠনিক কার্যক্রম চলমান রাখতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইউটিএল-এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।
এ বিষয়ে অধ্যাপক ড. বিলাল হোসাইন বলেন, ইউটিএল-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস স্যারের ইন্তেকালের কারণে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে গতকাল রাতে কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়।
তিনি আরও বলেন, উক্ত সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।