‎জকসুতে সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবিরের ইব্রাহীম খলিল

‎জকসুতে সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবিরের ইব্রাহীম খলিল
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সম্পাদকীয় শিক্ষা ও গবেষণা পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী ইব্রাহীম খলিল।

‎তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা শিবিরের অফিস সেক্রেটারি।

‎বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত জকসু নির্বাচনের ফলাফলের প্রজ্ঞাপন অনুয়ায়ী ইব্রাহীম খলিল সম্পাদকীয় পদগুলোর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৫২৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের নুসরাত চৌধুরী জাফরিন পেয়েছেন ২ হাজার ৭১৬ ভোট।

‎মোট ২১টি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম। তিনি ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে জয়ী হন। ভোটের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইব্রাহীম খলিল।

‎জয়ের প্রতিক্রিয়ায় ইব্রাহীম খলিল বলেন, “ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সততা ও ইনসাফের সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করতে আমরা বদ্ধপরিকর। সবার দোয়া ও পরামর্শই আমাদের পথচলার শক্তি। আল্লাহ যেন আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক দান করেন।”

‎প্রসঙ্গত, জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ মোট ১৬টি পদে জয় পেয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। অপরদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল চারটি পদে এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ