চবিতে শিক্ষক হেনস্তার ঘটনায় জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তীব্র নিন্দা
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে আইন বিভাগের একজন শিক্ষককে প্রকাশ্যে হেনস্তা, টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে সোপর্দ এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জানায়, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককে প্রকাশ্যে অপমান ও শারীরিকভাবে হেনস্তা করা দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। ভিন্নমত বা মতাদর্শগত বিরোধ থাকলেও তা নিরসনের একমাত্র পথ আইন ও ন্যায্য প্রশাসনিক প্রক্রিয়া-‘মব জাস্টিস’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে একটি বিশেষ ছাত্র সংগঠন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভের পর ক্যাম্পাসগুলোতে আতঙ্ক, ‘মব কালচার’ ও শিক্ষক নিপীড়নের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশে ফিরতে পারবে না।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম উক্ত ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। একই সঙ্গে শিক্ষক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে দৃশ্যমান নিরাপত্তা ও নীতিগত পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষক নিপীড়নে জড়িত কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে রাজনৈতিক ছত্রচ্ছায়া না দেওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও সুস্থ আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানালেও, ক্ষমতার দম্ভে কারও মর্যাদা হরণকে ‘নতুন ফ্যাসিবাদী অনুশীলন’ হিসেবে আখ্যায়িত করা হয়। পাশাপাশি সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মববিরোধী কঠোর নীতি বাস্তবায়নের দাবি জানানো হয় এবং এ ধরনের অন্যায্য ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে আরও দৃশ্যমান ও জোরালো কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।