ঢাবির অধ্যাপক ড. আতাউর রহমানের রুহের মাগফিরাতে ইবিতে দোয়া মাহফিল
- Author, ইবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি ও ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়োজনে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ আয়োজিত দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
এসময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মো. আব্দুল বারী, ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড.আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ অন্যান্য শিক্ষকসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী— অধ্যাপক ড. মো. আতাউর রহমানে আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ টি এম শাহাজানসহ প্রায়ত সকলে আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় কলা অনুষদের সদ্য-সাবেক ডিন ও একই বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, ড. আতাউর রহমাননএকাডেমিক কাজে সুন্দরবন গিয়েছিলেন, এবং ওখানেই তিনি ইন্তেকাল করেন। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে তাঁর পরিচিতি, বিচরণ ছিল। এবং একবাক্যে বলা যায়, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আপনারা তাঁর জন্য মন খুলে দোয়া করবেন। আল্লাহ তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত কর্মশালায় যোগ দিতে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে অবস্থান করছিলেন।সেখানে অবস্থানকালে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।