বড় পর্দায় এল ক্লাসিকো দেখানোর ব্যবস্থা করলেন জকসুর ক্রীড়া সম্পাদক
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ম্যাচ এল ক্লাসিকো বড় পর্দায় উপভোগ করার সুযোগ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই মহারণকে বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছেন জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইম।
রবিবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে নিজের এক ফেসবুক পোস্টে এ বিষয়টি জানান তিনি।
আজ রাত ১টায় শুরু হতে যাওয়া এই বিগ ম্যাচটি বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শিত হবে। জকসুর এই উদ্যোগের ফলে সাধারণ শিক্ষার্থীরা একসাথে বসে ম্যাচটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
এ বিষয়ে জর্জিস আনোয়ার নাইম বলেন, জকসুর ক্রীড়া সম্পাদক হিসেবে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা করাকে আমার প্রধান দায়িত্ব মনে করি। খেলাধুলাকে সাধারণ শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। এল ক্লাসিকোর এই আয়োজন নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করছি। আশা করছি আজ রাতে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হয়ে এই আয়োজনকে সফল করবেন।
তিনি আরো বলেন, আগামী ফুটবল বিশ্বকাপে আমরা বড় পরিসরে জায়ান্ট স্ক্রিনে শিক্ষার্থীদের খেলা দেখার ব্যবস্থা করব। সাধারণ শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এবং ক্যাম্পাসে স্পোর্টস কালচারকে চাঙ্গা রাখাই আমাদের মূল সার্থকতা
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।