১২ জানুয়ারি জাবি দিবস: দিনব্যাপী কর্মসূচি ও নানা আয়োজন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আগামী ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্ণ করে ৫৬ বছরে পদার্পণ করছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে ১৯৭০–৭১ শিক্ষাবর্ষে অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান—এই চারটি বিভাগে ১৫০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক ড. মফিজ উদ্দিন আহমদ ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। ২০০১ সাল থেকে ১২ জানুয়ারি ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
দিবসটির কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ৯টায় পুরাতন কলাভবনের সামনে মৃৎমঞ্চে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের জমায়েতের মাধ্যমে। সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাতীয় পতাকা উত্তোলন ও বক্তব্যের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ ড. মো. আবদুর রব। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান।
সকাল সাড়ে ১০টায় উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পুরাতন কলাভবন এলাকা থেকে শুরু হয়ে সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। সেখানে শহিদদের আত্মার মাগফিরাত এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সাংস্কৃতিক ও অন্যান্য আয়োজন
বেলা সোয়া ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হবে। বেলা পৌনে ১২টায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে।
বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ও নারী হ্যান্ডবল ম্যাচ আয়োজন করা হয়েছে। একই সময়ে পুতুল নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সন্ধ্যায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে।
এছাড়া সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে পিঠা মেলার আয়োজন থাকবে। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আল্পনা ও গ্রাফিতি প্রদর্শন করা হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।