ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হলেন জবির মনিরুজ্জামান
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনিরুজ্জামান মনির। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (১৩তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
গতকাল (১২ জানুয়ারি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দায়িত্ব পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়ে মনিরুজ্জামান মনির বলেন, কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করায় তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এই দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, ছাত্র সমাজের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে প্রচারণার সম্মুখসারিতে থেকে সত্য তুলে ধরতে তিনি আপসহীন থাকবেন। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্র অধিকার পরিষদ যে ভূমিকা রেখে চলেছে, তা জনগণের কাছে পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য।
পেশাদারিত্বের সঙ্গে সংবাদ প্রচার ও তথ্য আদান-প্রদানে সাংবাদিকদের সঙ্গে সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেন মনিরুজ্জামান মনির। একই সঙ্গে ছাত্র সমাজের এই নতুন যাত্রায় সত্য ও ন্যায়ের পক্ষে সবার সমর্থন তাঁর কাজকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।