শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে চবিতে দুদকের অভিযান

শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে চবিতে দুদকের অভিযান
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই পরবর্তী প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন পদে শিক্ষক-কর্মচারী নিয়োগের অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে দুদকের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা শুরু হয়।

১২ জানুয়ারি রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির বরাতে জানা যায় গত শুক্রবার (৯ জানুয়ারি) ৫৬৫ তম সিন্ডিকেট সভায় শিক্ষক ও কর্মচারী মিলিয়ে শতাধিক শিক্ষক ,কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ/ পদোন্নতি দেয়া হয়েছে।

 এতে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ- উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খানের মেয়ে মহিরা খান , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুল ইসলামের ভাই মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও ফাইন্যান্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বেগম ইসমত আরা হকের ছেলে নিয়োগ পেয়েছেন একই বিভাগের শিক্ষক হিসেবে। 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ