চবিতে প্রথম বর্ষ ভর্তিতে অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণের সময়সূচি প্রকাশ

চবিতে প্রথম বর্ষ ভর্তিতে অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণের সময়সূচি প্রকাশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য অনলাইনে বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম (চয়েস লিস্ট) পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

১৮ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা ও রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট ও উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় সাধারণ আসনে উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করতে পারবেন।

A ইউনিটে মেধাক্রম ১ থেকে ১০ হাজার পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থী, B ইউনিটে মেধাক্রম ১ থেকে ১২ হাজার ৯৪৫ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থী, B2 উপ-ইউনিটে মেধাতালিকায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী এবং D ইউনিটে মেধাক্রম ১ থেকে ৮ হাজার পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে চয়েস লিস্ট পূরণ করতে পারবেন।

B1 উপ-ইউনিটে এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং D1 উপ-ইউনিটে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য চয়েস লিস্ট পূরণের সময় নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

C ইউনিটের ক্ষেত্রে গ্রুপভিত্তিকভাবে পছন্দ ক্রম পূরণের সুযোগ থাকবে। ব্যবসায় শিক্ষা গ্রুপে মেধাক্রম ১ থেকে ১ হাজার ৬৫০ পর্যন্ত, বিজ্ঞান গ্রুপে মেধাক্রম ১ থেকে ৭১৬ পর্যন্ত এবং মানবিক গ্রুপে মেধাক্রম ১ থেকে ৪৭ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দ দিতে পারবেন। 

এছাড়া C ইউনিটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা (SEGQ-1 ,SEGQ-2) অ উপ জাতি কোটা (NTQ), মুক্তিযোদ্ধা কোটা (FFQ)  , প্রতিবন্ধী কোটা (DQ) মেধাক্রম - এবং শারীরিক চ্যালেঞ্জড অথচ মেধাভিত্তিক শিক্ষার্থী কোটা (PCQ) মেধাক্রম - অনুযায়ী পৃথকভাবে নির্ধারিত মেধাক্রম অনুসরণ করে বিভাগ পছন্দ দেওয়ার সুযোগ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে চয়েস লিস্ট পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে নির্ধারিত সময়ের মধ্যে পছন্দ ক্রম সংশোধনের সুযোগ থাকবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.cu.ac.bd থেকে জানা যাবে। 

সম্পর্কিত নিউজ