ছাত্র সংসদ নির্বাচন বন্ধের অপচেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা : ডাকসু ভিপি

ছাত্র সংসদ নির্বাচন বন্ধের অপচেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা : ডাকসু ভিপি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে যে চমৎকার গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সেটিকে বাঞ্চাল করতেই একটি পক্ষ পরিকল্পিতভাবে ছাত্র সংসদ নির্বাচন বন্ধের চেষ্টা করছে। এই ধরনের অবস্থান জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের অন্যতম নয় দফা দাবির একটি ছিল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন। সেই ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের পর প্রথম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আমরা দেখেছি এক অনন্য গণতান্ত্রিক পরিবেশ, যে পরিবেশের জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছেন।

ডাকসু ভিপি আরও বলেন, ডাকসু নির্বাচনের পর দেশের আরও পাঁচটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু। গত ১৬ বছর ধরে শিক্ষার্থীরা যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই অধিকার তারা আবার ফিরে পেয়েছে। এসব নির্বাচনে কোনো রাজনৈতিক দল নয়, বরং গণতন্ত্রই বিজয়ী হয়েছে।

তিনি বলেন, পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। একাধিকবার পিছিয়ে যাওয়ার পর সর্বশেষ ২০ জানুয়ারি চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে দেখলাম—যারা আমাদের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিল, তারাই এখন নির্বাচন বন্ধের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে নির্বাচন বন্ধের জন্য মত তৈরি করেছে এবং জাতীয়তাবাদী আইনজীবীরা রিট করে চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করিয়েছে। তিনি এ ঘটনাকে পুরো জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন।

ডাকসু ভিপি বলেন, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের যে ধারা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। এই নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নয়, বরং গণতন্ত্র, জুলাই বিপ্লব এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষাই বিজয়ী হয়। যারা প্রকাশ্যে বা গোপনে ছাত্র সংসদ নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করবে, ছাত্র সমাজ তা বরদাস্ত করবে না।

সম্পর্কিত নিউজ