শহীদ আসাদের শাহাদাত বার্ষিকীতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

শহীদ আসাদের শাহাদাত বার্ষিকীতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
  • Author, ঢাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

শহীদ আসাদের ৫৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আব্দুল্লাহ আল নাঈম, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন মো. সাদ্দাম মীর, ফেরদৌস আলম, নূরুল আমিন নূর, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী, প্রচার সম্পাদক মো. তানভীর হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলফি লাম এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক উবাইদুল্লাহ রিদওয়ান। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘১৯৬৯ সালের আইয়ুববিরোধী আন্দোলনে শহীদ আসাদ এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাঁর আদর্শকে ধারণ করে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।’

সম্পর্কিত নিউজ