ইবিতে বৈশ্বিক চাকরির বাজারের প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে বৈশ্বিক চাকরির বাজারের প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • Author, ইবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈশ্বিক চাকরির বাজারের জন্য প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইইউবি এলামনাই, ইউকে এর সভাপতি মো. তারিক খান ও সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন। 

এসময় ইবির বিভিন্ন দেশের এলামনাইরা দেশে ও বিদেশে চাকরির সুযোগ, সম্ভাবনা ও করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেশন পরিচালনা হয়।

এসময় আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, একটি বিশ্ববিদ্যালয় কেমন তা বোঝা যাবে তার শিক্ষার্থীদের চাকরির সক্ষমতার উপরে। শিক্ষার্থীরা কোথায় আছে এবং এর পাশাপাশি শিক্ষার্থীরা জব মার্কেটে কেমন করছে, এটির উপরে ডিপেন্ড করে। এখানে তোমার প্রশ্ন করতে পারবে, প্রশ্নের উত্তর পাবে, কী করতে ও কোথায় যেতে চাও সবকিছু জানতে পারবে। তোমাদের প্রতিক্রিয়া সন্তুষ্টজনক হলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তোমাদের প্রশিক্ষণ শেষে সর্বশেষ একটা প্রতিক্রিয়া নেওয়া হবে এবং তোমরা আজকের পর থেকে ভাবতেই পারো যে বাইরে তোমাদের একটা ঠিকানা হবে। আমরা আজকে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য আমাদের কিছু স্বপ্ন সেটা ছাত্র-ছাত্রীদের ভাই-বোনদের নিয়ে। তোমাদের কথা শোনার জন্য এবং আমরা কী করতে পারি তা তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে আলোচনা সভার আয়োজন করেছি ।

সম্পর্কিত নিউজ