ইবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র সভাপতি সৈকত, সম্পাদক সোয়াইব

ইবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র সভাপতি সৈকত, সম্পাদক সোয়াইব
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নওগাঁ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. সৈকত ও সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সোয়াইব আহম্মেদ মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সংগঠনটি সদ্য সাবেক সভাপতি মো. হাবিবুল্লাহ ও সাধারণ-সম্পাদক মোজাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদনের বিষয়ে জানা যায়। 

পাশাপাশি নতুন সভাপতি ও সাধারণ-সম্পাদক সংগঠনির উপদেষ্টা পরিষদের সাথে পরামর্শক্রমে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

নবনির্বাচিত সভাপতি মো. সৈকত বলেন, “নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি সেবামূলক সংগঠন যা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। এই সংগঠনের সভাপতির গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে উপদেষ্টা মণ্ডলী এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।” 

তিনি আরও বলেন, “আমাদের প্রতিটি শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে অবদান রাখুক এবং সমাজের প্রতিটি স্তরে সম্মানজনক অবস্থান গড়ে তুলুক। এই ক্যাম্পাসে নওগাঁ জেলা হতে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
 

সম্পর্কিত নিউজ