{{ news.section.title }}
ঢাবিতে পাসের হার মাত্র ৭.২৯ শতাংশ: অকৃতকার্য প্রায় ৯৩ শতাংশ শিক্ষার্থী
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত খ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এ ইউনিটে পাসের হার অত্যন্ত কম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৭ দশমিক ২৯ শতাংশ উত্তীর্ণ হয়েছেন। ফলে মোট পরীক্ষার্থীর প্রায় ৯২ দশমিক ৭১ শতাংশ, অর্থাৎ প্রায় ৯৩ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় সফল হতে পারেননি।
ভর্তি পরীক্ষায় মানবিক শাখা থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মো. আবির আহমেদ রোহান প্রথম স্থান অর্জন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষে খ ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ৭ হাজার ৭১২ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৫৫৩ জন।
শাখাভিত্তিক উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী মানবিক শাখা থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন শিক্ষার্থী পাস করেছেন। এছাড়া অনিয়মের অভিযোগে পাঁচজন পরীক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে বিস্তারিত ফরম পূরণ ও বিষয় পছন্দক্রম নির্ধারণ করতে পারবেন।
গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৭ দশমিক ২৯ শতাংশ উত্তীর্ণ হয়েছেন। ফলে মোট পরীক্ষার্থীর প্রায় ৯২ দশমিক ৭১ শতাংশ, অর্থাৎ প্রায় ৯৩ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় সফল হতে পারেননি।
ভর্তি পরীক্ষায় মানবিক শাখা থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মো. আবির আহমেদ রোহান প্রথম স্থান অর্জন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষে খ ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ৭ হাজার ৭১২ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৫৫৩ জন।
শাখাভিত্তিক উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী মানবিক শাখা থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন শিক্ষার্থী পাস করেছেন। এছাড়া অনিয়মের অভিযোগে পাঁচজন পরীক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে বিস্তারিত ফরম পূরণ ও বিষয় পছন্দক্রম নির্ধারণ করতে পারবেন।