জাবি উপ-উপাচার্য ফেসবুক আইডি হ্যাকড

জাবি উপ-উপাচার্য ফেসবুক আইডি হ্যাকড
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদের ফেসবুক আইডি হ্যাকড / আপত্তিকর মেসেজে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

মঙ্গলবার (২০ জানুয়ারি)বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তির ম্যাধমে এ তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট Sohel Ahmed (ইউজারনেম: drsahmed.bmbju) হ্যাকড হয়েছে। হ্যাক হওয়া ওই ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে এক ব্যক্তি অর্থ দাবি করাসহ আপত্তিকর বার্তা পাঠাচ্ছে। উপ-উপাচার্যের (প্রশাসন) সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই সংশ্লিষ্ট দুর্বৃত্ত এই ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। পাশাপাশি অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লিখিত ফেসবুক আইডি বা মেসেঞ্জার থেকে আগত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত নিউজ