রাবির মতিহার হলে চলছে শহীদ শরীফ ওসমান হাদী স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

রাবির মতিহার হলে চলছে শহীদ শরীফ ওসমান হাদী স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট
  • Author, রাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হল সংসদের উদ্যোগে আয়োজন করা ৫ দিনব্যাপী শহীদ শরীফ ওসমান হাদী স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। টুর্নামেন্টে মতিহার হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ১৮টি দল অংশগ্রহণ করেছে।

গত সোমবার (১৯ জানুয়ারি) টুর্নামেন্টের উদ্বোধন করেন হলের প্রাধ্যক্ষ ও হল সংসদ সভাপতি প্রফেসর ড. ছামিউল ইসলাম সরকার। আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

এ বিষয়ে মতিহার হল সংসদের সহ-সভাপতি (ভিপি) তাজুল ইসলাম বলেন, “মতিহার হলের দায়িত্বশীল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা ছাড়া এমন একটি সুন্দর আয়োজন সম্ভব হতো না। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। একই সঙ্গে খেলোয়াড়দের শৃঙ্খলাপূর্ণ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ টুর্নামেন্টটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের দেহ ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। এই টুর্নামেন্ট যেন প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করা হয়, এই আশা আমরা হল প্রশাসনের কাছে রাখছি।”

উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক রোকসানা বেগম টুকটুকি, হলের আবাসিক শিক্ষক ও হল সংসদের কোষাধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম, রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব, সৈয়দ আমীর হল সংসদের ভিপি মোঃ নাঈম ইসলামসহ হল সংসদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

সম্পর্কিত নিউজ