জবিতে 'বিএনকিউএফ' অনুযায়ী কারিকুলাম ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার উদ্বোধন

জবিতে 'বিএনকিউএফ' অনুযায়ী কারিকুলাম ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার উদ্বোধন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের উদ্যোগে ইউজিসি’র হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন এর সাব-প্রজেক্টের 'এডভান্স এন্ড ট্রান্সফরমেশন অব টিচিং-লার্নিং থ্রু স্মার্ট ক্লাসরুম, আইসিটি ফ্যাসেলিটিস এন্ড মডার্ন ল্যাবরেটরিজ' এর আওতায় ‘কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যাকোর্ডিং টু বিএনকিউএফ’ শীর্ষক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) রসায়ন বিভাগের বিভাগীয় কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এইচইএটি প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করায় রসায়ন বিভাগকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএনকিউএফ অনুযায়ী ওবিই কারিকুলাম প্রণয়ন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সেমিনারের মাধ্যমে সংশ্লিষ্ট সকলেই কার্যকর ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষ থেকে আউটকাম বেইজড এডুকেশন (OBE) কারিকুলাম অনুযায়ী শিক্ষাদান কার্যক্রম শুরু হবে এবং সে লক্ষ্যে সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরও বলেন, তাত্ত্বিক প্রস্তুতি ছাড়াই অনেক ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের ফলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যাহত হয়। একাডেমিক কাউন্সিলের মাধ্যমে ওবিই কারিকুলাম বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, এই প্রকল্পের আওতায় প্রণীত কারিকুলাম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি মানসম্মত উদাহরণ হবে বলে তিনি উল্লেখ করেন।

রসায়ন বিভাগের এইচইএটি সাব-প্রজেক্ট ম্যানেজার (SPM) অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের সভাপতিত্বে উক্ত সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য  অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফারহিন হাসান। 


সম্পর্কিত নিউজ