জাবিতে শীতার্তদের মাঝে ইফসা–জাকসুর শীতবস্ত্র বিতরণ

জাবিতে শীতার্তদের মাঝে ইফসা–জাকসুর শীতবস্ত্র বিতরণ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা)-এর উদ্যোগে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর সহযোগিতায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের টিএসসি প্রাঙ্গণে ক্যাম্পাস ও আশপাশের এলাকার শীতার্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইফসা’র কেন্দ্রীয় কমিটির সদস্য রুনা আক্তার। এছাড়া জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, পরিবেশ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর এবং কার্যনির্বাহী সদস্য তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ইফসা’র সভাপতি মো. মুজাহিদ হোসাইন বলেন, “সবার প্রিয় ঋতু শীত হয় না। শীত তখনই আনন্দের হবে, যখন সবার শীত নিবারণের বস্ত্র থাকবে। আমাদের এই কর্মসূচি সফল করতে যেসব ছাত্র, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। দোয়া রাখবেন, ইফসা’র মাধ্যমে আমরা যেন আরও বড় পরিসরে মানবসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করতে পারি।”

জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব ইফসা সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রমে ইফসার পাশে থাকার প্রত্যাশা রয়েছে জাকসুর।
এ সময় জাকসুর পরিবেশ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আরও বিস্তৃতভাবে আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের উৎসাহিত করেন।

উল্লেখ্য, ইফসা (ইয়ুথ ফর সোসাল এইড) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর একটি অন্যতম সামাজিক সংগঠন। ২০১৪ সালের ১২ই এপ্রিল থেকে কার্যক্রম শুরু করা এই সংগঠনটি পর্যায়ক্রমে সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগীতা ও তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে।


সম্পর্কিত নিউজ