যে শর্তে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত

যে শর্তে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত
  • Author, আন্তর্জাতিক ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে ভারত এমন মন্তব্য করেছেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করবেন নাকি বাংলাদেশে ফিরে যাবেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভারত সরকারের হাতে থাকলেও এখনো এ বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান জানানো হয়নি।

মোহাম্মদ সেলিম প্রশ্ন তোলেন, আগে বাংলাদেশ ইস্যুতে সরব থাকা নরেন্দ্র মোদির সরকার এখন কেন নীরব। তার দাবি, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চাপ বা নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় রেখেই ভারত সরকার এ ইস্যুতে প্রকাশ্যে কথা বলছে না।

সেলিমের মতে, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নয়াদিল্লি ওয়াশিংটনের কাছ থেকে ‘সবুজ সংকেত’ পাওয়ার অপেক্ষায় রয়েছে।

সিপিআইএম নেতার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হলেও, এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ