শেখ হাসিনাকে অনুসরণ করবে কি খামেনি ?
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
১৯৭৯ সালে রেজা শাহ পাহলভী কে ইসলামি বিপ্লবের মাধ্যমে হঠিয়ে ইরানে ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তার পর থেকেই ইরানে ইসলামি শাসন ব্যবস্থা চালু হয়ে আসছে। দেশের ভিতরে ইসলামি কঠোর নিয়ম-কানুন ও দেশের বাহিরে আমেরিকার অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক অবরোধে ইরান কে পঙ্গু করে ফেলেছে। এতদিন ঠিকে থাকলে ও এবার যেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে খামেনি সরকারের।
বেশ কয়েকক বছর ধরেই নারীদের হিজাব ইস্যুতে উত্তাল ইরানের রাজনৈতিক অবস্থা। ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর তেহরানে হিজাব আন্দোলনে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ২২ বছর বয়সী মাহসা আমিনি মারা যায়। আমিনির মৃত্যুতে সারা দেশে আলোড়ন সৃষ্টি হলেও সেবারের মতো ইরান বেশ ক্ষয়ক্ষতি ছাড়াই গণআন্দোলন থেকে রক্ষা পায়। কিন্তু এবারের পেক্ষাপট ভিন্ন। বিশেষ করে অর্থনেতিক সংকট তেহরান আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের জন্য ইরান তেল, গ্যাস রপ্তানিসহ বিশ্বে বানিজ্যে প্রবেশব করতে পারছে না। একঘরে হয়ে পড়েছে। আপনাদের শুনতে হয়তো অবাক লাগতে পারে ইরানে বাজার করতে গেলে অনেকে বস্তা ভর্তি টাকার ব্যাগ নিয়ে যায়। আপনাদের আরো সহজ করে বলি ১ ডলার সমান ইরানের ৪২০০০ রিয়াল। ইরানের টাকার মান তলানিতে গিয়ে ঠেকেছে। চরম মুদ্রা স্ফীতিতে ইরানের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে হিমশিম খাচ্ছে। দুদিন আগে ইরানের ২৭ টি প্রদেশে আন্দোলন ছড়িয়ে পড়লেও সর্বশেষ তথ্যমতে ,৩১ টি প্রদেশে আন্দোলন বিস্তার লাভ করে। গতকাল রাতে বিক্ষোভকারী ইরানের জাতীয় টেলিভিশন অফিসে হামলা চালায়।
সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। এই অবস্থায় খামেনি সরকার দিক বেদিক হয়ে পড়েছে।অনেকের ধারণা খামেনির বিদায়ের ঘন্টা বেজে গেছে আরো আগেই এবার শুধু বর্ডার পাস হলেই গেইম ওভার। আমেরিকা যেন এই সুযোগটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছে। । শ্রীলঙ্কা, বাংলাদেশ নেপালের মতো করে খামেনি দেশ থেকে বিতাড়িত হলে হয়তো রাশিয়া গিয়ে আশ্রয় নিবে যেমন হাসিনা ভারতে পালিয়েছে। কারণ ইরানের বিশ্বস্ত মিত্র রাশিয়া। হয়তো খুব শিগরিই মস্কোর বাসিন্দা হতে যাচ্ছে খোমেনি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।