ট্রাম্পের এত অপমানের পরেও মোদি চুপ কেন ?
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়ে আমেরিকায় ও ভারতে প্রচারণা চালাই মোদির দল বিজিপি । এমন কি ভারতের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ তৈরী করে ট্রাম্প কে পূজা করতে দেখা যায়।মোদি ট্রাম্প কে বিশ্বস্থ বন্ধু হিসেবে আখ্যা দিয়ে আসলেও ট্রাম্প যেন বারবার মোদির বস্ত্র হরণ করে আসছে।
সাম্প্রতি, ট্রাম্প প্রকাশ্যে মোদিকে কটাক্য করে বলে মুদিজি আমাকে স্যার বলে ডেকেছে এবং একটি AH-64 Apache attack helicopter চেয়ে আমাকে অনুরোধ করে । ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতের রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিতের ঘটনা ও ট্রাম্প কে ফোন দিয়ে মোদির যুদ্ধ বন্ধের অনুরোধ মিডিয়ায় প্রকাশ করে দেই এতে করে মোদি দেশ ও দেশের বাহিরে হাসির পাএ হয়।
শুধু তাই নয় রাশিয়া থেকে কম দামে তেল কেনার জন্য ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করে এ যেনো মরার ওপর খাঁড়ার ঘা।
কথায় আছে নেড়া বেল তলায় বারবার যায় না কিন্তু মোদিজি বারবার কেন ট্রাম্পের অপমাণ সত্বেও যুক্তরাষ্ট্রের দরজায় কড়া নাড়ছে । প্রকৃত পক্ষে আন্তর্জাতিক পরিমন্ডলে ভারতের বন্ধুর রাষ্ট্রের তালিকা ছোট হয়ে আসছে । বিশেষ করে এশিয়ায় প্রতিবেশি দেশ পাকিস্তান,নেপাল চীন মালদ্বীপসহ বাংলাদেশের সম্পর্কের বৈরিতা তৈরি হয়েছে । এই পরিস্থিতিতে এশিয়ায় শক্তিশালী মিএ ছাড়া টিকে থাকা কঠিন হয়ে পড়বে । অপর দিকে ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে গলায় গলায় সমপর্ক । সম্প্রতি, পাকিস্তানে বিরল খনিজ আবিস্কারের পর ট্রাম্প পাকিস্তানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে । পাকিস্তানের সাথে পাল্লা দিয়ে চলতে হলে ট্রাম্প কে হাত ছাড়া করা চলবে না । এখন ট্রাম্পের অপমান নীরবে সহ্য করা ছাড়া আর কোন উপায় দেখছে না মোদি ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।