ইরানের বিক্ষোভের আগুনে, জ্বলছে বিশ্ব তেল বাজার !
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ইরানকে ঘিরে মুসলিম বিশ্বে রাজনৈতিক উত্তেজনা ও তেল সরবরাহে সম্ভাব্য বাধা সৃষ্টি হওয়ার ভয় থেকে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে বলে বিশ্লষকদের ধারনা। বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্রেন্ট ফিউচার প্রতি ব্যারেল ২২ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৬৪.০৯ ডলারে পৌঁছেছে।
তাছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯.৭৩ ডলারে। হঠাৎ
কেন তেলের দাম আকাশচম্বী রুপ নিয়েছে। আমেরিকার রাজনীতি যেন যুদ্ধ আর ভিন্ন দেশের তেলের দাম কে প্রভাবিত করা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাড়িয়েছে।
আইএনজি পণ্যের কৌশলবিদরা বলেছে, ইরানে তীব্র বিক্ষোভের কারণে দাম বেড়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনাকে আরও বাড়িয়েছে। ইরান, পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি দেশ। ইরানে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও সরকার বিরোধী আন্দোলনে পেট্রোলিয়াম রপ্তানিতে ব্যাপক বাঁধার সৃষ্টি হচ্ছে ।
এবার ট্রাম্প যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে । ট্রাম্প জানিয়েছেন , ইরানের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা করলে সংশ্লিষ্ট দেশকে যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। লক্ষ্যনীয় বিষয় হচ্ছে ইরানের তেলের বড় অংশ চীনে রফতানি হয় আসছে।ইরান যদি শুল্ক আরোপের ভয়ে বিকল্প দেশ থেকে তেল আমদানি করে তাহলে বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পাবে বলে বিশ্লষকরা ধারনা করছে । আইএনজি কৌশলবিদরা মতামত দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধবিরতিতে হওয়া সত্ত্বেও ইরানের তেলের তেল কিনলে ও কেন ট্রাম্প শুল্ক আরোপ করবে।
বিশেষজ্ঞরা মনে করেন, একমাত্র ইরানের অস্থিরতা তেলের দামে ভূ-রাজনৈতিক ঝুঁকির প্রিমিয়াম হিসেবে প্রায় ৩-৪ ডলার/ব্যারেল যোগ হয়েছে। অন্যদিকে, ভেনেজুয়েলা থেকে তেলের সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা বাজারকে কিছুটা চাপের মধ্যে রাখলেও এটি দাম কমানোর জন্য পর্যাপ্ত প্রভাব ফেলছে না।
রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান ও মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের ওপর সরকারের নতুন চাপে তেলের বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। এসব কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমানয়নে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।