মোদি কি ভারতে মুসলিম গনহত্যা চালাবে ?
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলমানদের সংখ্যা প্রায় ২০ কোটি যা মোট জনসংখ্যার ১৪.২ শতাংশ। এই বিপুল সংখ্যাক মুসলিম জনসংখ্যা ভারতের জিডিপিতে অবদান রাখলেও বিজিপি সরকার যেন মুসলমানদের বোঝা মনে করে আসছে |
আজ কাল খবরের কাগজ হাতে নিলেই দেখা যায় শিরোনাম থেকে শেষ পাতা পর্যন্ত মুসলিমদের অন্যায় ভাবে হত্যা ও নির্যাতনের বর্ণনা উঠে আসে ভারতে । এ নির্যাতনের মাএা যেন কয়েক গুন বেড়ে যায় বিজিপি সরকার ক্ষমতায় বসলে। ভারতে মুসলিম গণহত্যার কসাই নামে খ্যাত গুজরাটের নরেন্দ্র মোদি ক্ষমতায় আসলে মুসল্মান্দের উপর নির্যাতন বেড়ে যায়। ১৯৯২ সালে ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের ধর্মীয় আবেগ পবিএ বাবরি মসজিদ ভেঙে ফেলে । ২০০২ সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর
সামপ্রদায়িক দাঙ্গা হামলা চালাই এতে করে ১০০০-২০০০ হাজার মুসলিম নিহত হয় । ২০০২ সালের দাঙ্গার জন্য আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি একটি ডকুমেন্টারি প্রকাশ করে যেখানে স্পষ্ট বলা হয়েছে মোদি দাঙ্গা থামাতে কোন পদক্ষেপ গ্রহন করেনি । মোদি সেদিন প্রশাসন কে দাঙ্গা বন্ধ করে কোন বল প্রয়োগ করেনি । the Washington post এ এক আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্ব মোদি war criminalবলে মন্তব্য করেছে । ২০১৯ সালে বিজিপি সরকার মোদির নেতৃত্বে ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের স্থলে রাম মন্দির স্থাপনের নির্দেশ দেন এবং ২০২৪ সালে নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেন। ৫ আগস্ট ২০১৯ নরেন্দ্র মোদি সুপ্রিম কোর্ট কে প্রভাববিত করে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে এতে করে কাশ্মীরের মুসলমানদের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয়। মুসলমানদের নাগরিকত্ব বাতিলসহ ফিলিস্তিনের গনহত্যার সমর্থন করা মোদি যেন আবারো মুসলিমদের রক্ত দিয়ে হলি খেলতে চাই।
সমপ্রতি বাংলাদেশর সাথে উত্তেজনার মধ্যে দিয়ে বাংলাদেশ সীমান্তে অন্যায় ভাবপ মুসলমানদের পুশ ইন করে পৈতৃক ঘরবাড়ি ছাড়া করছে মোদি সরকার। দিনদিন যেন মুসলমানদের উপর ভারতে নির্যাতন বেড়েই চলছে। গো রক্ষার নামে সাধারণ মুসলমানদের হত্যা করছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন গুলো। সমপ্রতি বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ বিজিপি ও আরআরএস 'র সমালোচনা করে বলেন এখন দেশে যা শুরু হয়েছে মুসলমানসহ অন্যান্য উপজাতিদের উপর গনহত্যা চালাতে চায়। যেন মনে হচ্ছে গনহত্যার প্রস্ততি নিচ্ছে। বর্তমান সময়ে ভারতের মুসমানদের অবস্থা খুবই সুচনীয়।যেখানে ভারতের খুদ সরকারই মুসলিমদের বিড়ারিত করতে চাই সেখানে কতটা নিরাপদ প্রশ্ন থেকে যায়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।