ইরানের বিক্ষোভে নিহত প্রায় ২০০০ জন, সরকারি স্বীকারোক্তি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তাকর্মীসহ প্রায় ২০০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইরান প্রথমবারের মতো প্রাণহানির বিষয়ে স্বীকার করলো।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তাসংস্থা রয়তার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্বীকারোক্তি দেন এক নিরাপত্তা কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীরা’ দায়ী।
তবে নিহতদের কতজন বিক্ষোভকারী এবং কতজন নিরাপত্তা সদস্য তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত গত ২৮ ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে অর্থনৈতিক সঙ্কটের জেরে কয়েকটি বাজারে ছোট ছোট বিক্ষোভ শুরু হয়। বাজারে অসম্ভবরকমের মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি, রিয়ালের দরপতনে ক্ষুব্ধ তরুণ জনগোষ্ঠী ও সাধারণ মানুষ এসময় রাস্তায় নামতে থাকে। ক্রমেই দ্রুত এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বর্তমানে দেশজুড়ে সরকার পতনের বিক্ষোভ কর্মসূচিতে রূপ নিয়েছে সেই আন্দোলন।
উল্লেখ্য, নির্বাসিত শাহ পরিবারের ছেলে রেজা পাহলভির সরকারের বিরুদ্ধে ডাক দেওয়ায় তেহরানের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।