মুসলিম অধিকার নিয়ে যেসব বলিউড তারকা প্রকাশ্যে কথা বলেছেন

মুসলিম অধিকার নিয়ে যেসব বলিউড তারকা প্রকাশ্যে কথা বলেছেন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ভারত যেন মুসলিম নির্যানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে । মুসলমানদের উপর হওয়া এসব নির্যাতনের বিরোদ্ধে বলিউডের অনেক তারকা অনেক সময় প্রতিবাদ করলেও কেউ কেউ ক্যারিয়ার হারানোর ভয়ে মুখ বন্ধ করে রাখে।

জ কে আমরা সে সমস্ত বলিউড তারকাদের নিয়ে আলোচনা  করব যারা বিভিন্ন সময়ে মুসলমানদের অধিকার নিয়ে মিডিয়ায় মুখ খুলেছে। সবার প্রথমেই নাম চলে আসে বলিউডের বিখ্যাত খল নায়ক প্রকাশ রাজের কথা। সিনেমা জীবনে খল নায়ক হলেও বাস্তব জীবনে তিনি মুসলমানদের নিকট সুপার হিরু। বিজিপি মোদি সরকারের তুমুল সমালোচক প্রকাশ, তিনি সব সময় মুসলমানদের অধিকার নিয়ে সোচ্ছার ছিলেন। সমপ্রতি মোদি সরকারের মুসলিম হত্যা ও নির্যাতনের সমালোচনা করতে গিয়ে মিডিয়ায় প্রকাশ্যে বলেন যে ভারতে মুসলিম, উপজাতিদের উপর গনহত্যা পরিচলার প্রস্তুতি চলছে। তার পরেই আছে বলিউড হলিউড কাপানো বিশ্ব পরিচিত অস্কার জয়ী শিল্পী এ আর রহমান। যদিও এ আর রহমান দিলিপ কুমার থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে।


তিনি ইসলামের সুফি ভাবাদর্শ অনুসরণ করে আসছে। এক অনুষ্ঠানে এ আর রহমানের কন্যা খাদিজা কে নিকাব পরিহিত ছিলো বলে নেটিজেনরা বিরুপ মন্তব্য করে ছিলো সেদিন রহমান প্রতিবাদ জানিয়ে বলেন, আমার মেয়ে খাদিজার ধর্মীয় ইচ্ছে মতো পোশাক পড়ার স্বাধীনতা রয়েছে। বলিউড বাদশা শাহরুখ খান তো সবাই চিনে।  শাহরুখ খান মুসলিমদের পক্ষ নিয়ে ও কথা বলেছেন অনেক সময়।  তিনি ২০২৫ সালে বড় একটি ইন্টারভিউতে বলেন দেশে অসহিষ্ণুতা বাড়ছে এবং এটা মারাত্মক একটি সমস্যা যা আমাদের দেশ কে পিছনে দিবে। তিনি আরো বলেন ধর্মের নামে মানুষ কে হত্যা করে ভুল কাজ। মুসলমানদের অধিকার নিয়ে সামলাম খান ও মুখ খুলেছেন অনেকবার। তিনি একাধিকবার বলেন,ইসলাম কখনোই সহিংসতা শেখায় না। সনস্ত্রাসবাদ কে কোন ধর্মের সাথে মিশানো ভুল। ইসলাম শান্তির ধর্ম । ইসলাম কখনোই হিংসা,বিদ্ধেষ ছড়াই না।  

 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ