আন্তর্জাতিক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষঃ অন্তত ২১ জন নিহত

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষঃ অন্তত ২১ জন নিহত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

স্পেনের দক্ষিণে কোরদোবা শহরে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং গুরুতর আহত হয়েছেন ৭৩ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশংকা করছেন।

রবিবার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ এর দিকে কোরদোবা শহরের আদামুজ এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

স্পেনের স্থানীয় রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ এর দেওয়া তথ্য মতে, মালাগা থেকে মাদ্রিদগামী দ্রুতগামী একটি ট্রেন আদামুজ এলাকার কাছে লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি ট্র্যাকে উঠে যায়। এরপর বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের ধাক্কায় সংঘর্ষ ঘটে।
তিনি আরও বলেন, ট্রেনটি মালাগা ছাড়ার প্রায় ১০ মিনিট পরই এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের স্বজনদের জন্য মাদ্রিদের আতুচা, কর্দোবা,সেভিয়া, মালাগা ও হুয়েলভা স্টেশনে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

এ বিষয়ে বেসরকারি রেল কোম্পানি ইরিও’র দেওয়া তথ্যে জানা যায়, মালাগা থেকে যাত্রা লাইনচ্যুত প্রথম ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। অন্যদিকে, রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে পরিচালিত অন্য ট্রেনটিতে প্রায় ১০০ যাত্রী ছিলেন।

ইতালীয় রেল কোম্পানি ফেরোভিয়ে দেলো স্তাতোর এক মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রেনটি ফ্রেচ্চিয়া ১০০০ মডেলের। এই ট্রেন প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৪০০ কিলোমিটার (প্রায় ২৫০ মাইল) গতিতে চলতে পারে।

এই সংঘর্ষে মোট অন্তত ৭৩ জন গুরুতর আহত হয়েছেন বলে আন্দালুসিয়ার জরুরি সেবাদানকারী সংস্থাগুলো বলছে। উদ্ধারকর্মীরা বলেন ট্রেনের প্যাঁচানো ধ্বংসাবশেষের কারণে জীবিত যাত্রী ও মৃতদেহ উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

দূর্ঘটনা স্থলে উদ্ধারে থাকা করদোবার ফায়ার সার্ভিস প্রধান ফ্রান্সিসকো কারমোনা স্পেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটিভিইকে বলেন, কখনো কখনো কাউকে জীবিত অবস্থায় পৌঁছাতে আমাদের একজন মৃত ব্যক্তিকেও সরাতে হয়েছে। এটি খুবই কঠিন ও জটিল কাজ।

দুর্ঘটনাস্থলে আদামুজের মেয়র রাফায়েল মোরেনো প্রথম পৌঁছানো ব্যক্তিদের একজন ছিলেন। তিনি ঘটনাকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, স্পেন ‘গভীর বেদনার একটি রাত’ পার করছে।
দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেন, ঘটনাটি ‘অত্যন্ত অদ্ভুত’ কারণ ট্রেনটি একটি সোজা রেলপথে লাইনচ্যুত হয়। ওই রেলপথটি গত বছরের মে মাসে সংস্কার করা হয়েছিল।

স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া জানান তারা ‘গভীর উদ্বেগের সঙ্গে’ দুর্ঘটনার খবর অনুসরণ করছেন।
রাজপ্রাসাদের পক্ষ থেকে এক্সে জানানো হয় ‘আমরা নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।‘

এ ঘটনায় শোক জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েন ও  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সোশ্যাল মিডিয়ায় ম্যাক্রোঁ লেখেন, আমার চিন্তা নিহতদের, তাদের পরিবার ও পুরো স্পেনের মানুষের সঙ্গে। ফ্রান্স আপনাদের পাশে আছে।

উল্লেখ্য, দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবারও তা বন্ধ থাকবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের জন্য রাতভর স্টেশনগুলো খোলা রাখা হবে।

এর আগে ২০১৩ সালে স্পেনের উত্তর-পশ্চিমে গ্যালিসিয়ায় এরকমই দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে দেশটির সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ভয়াবহ সেই ঘটনায় ৮০ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছিলেন।


সম্পর্কিত নিউজ