যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল দিয়ে একদিনে তিনশোর বেশি অভিবাসীর প্রবেশ

যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল দিয়ে একদিনে তিনশোর বেশি অভিবাসীর প্রবেশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলের ইংলিশ চ্যানেল দিয়ে এক দিনে মোট ৩১৭ জন অভিবাসী প্রবেশ করেছে দেশটিতে। ২০২৬ এ অভিবাসী প্রবেশে এটি সর্বোচ্চ সংখ্যা।

রবিবার (১৮ জানুয়ারি) হোম অফিস হতে প্রকাশিত তথ্য মতে এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫২০ জন অভিবাসী ৯টি ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছে।

এবছর প্রথমবারের মতো ৫ জানুয়ারি ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় অভিবাসীদের চিহ্নিত করা হয়।
গত বছর, ২০২৫ এ ইংলিশ চ্যানেল অতিক্রম করে মোট ৪১ হাজার ৪৭২ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছায় যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৫ হাজার বেশি।

বিগত দিনে অনিয়মিত অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য সরকার বিভিন্ন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। তবুও ইংলিশ চ্যানেল পারাপারের সংখ্যা কমেনি বরং বেড়েই চলেছে।
সাম্প্রতিক পরিসংখ্যান বলছে এই সমস্যা এখনো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।

সম্প্রতি অবৈধ পথে ইউরোপে প্রবেশ করতে চাওয়া অভিবাসীদের জন্য অভিবাসন নীতি কঠোর করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো নতুন প্রস্তাবের অনুমোদন দিয়েছে। 
নতুন এই প্রস্তাবণায় অতি গুরুত্বের সাথে অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ‘রিটার্ন হাব’ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এই সংক্রান্ত বৈঠক করেছেন ইইউ’র ২৭টি দেশের প্রতিনিধিরা। অভিবাসীদের প্রবেশ ও ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরও বেশি নিয়ন্ত্রিত করতে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত নিউজ